
নিজস্ব প্রতিবেদক : জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার, সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা, শাহজাদপুর থানা, এনায়েতপুর থানা, বেলকুচি থানা ও কামারখন্দ থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারী ও সাধারণ দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পূজা উদযাপন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ মহোদয়, সেনাবাহিনী ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও সিরাজগঞ্জ জেলার অন্যান্য সকল থানা এলাকায় সম্মিলিতভাবে পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করছেন সংশ্লিষ্ট ইউএনও, সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ।