
মো: হামিম রানা ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ধুমপুকুর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জেড মর্তুজা মোহাম্মদ (তুলা)। শুক্রবার সন্ধ্যায় তিনি পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। এ সম্প্রীতি আমাদের শক্তি, যা আগামীতেও ধরে রাখতে হবে। সকল ধর্মের মানুষ যাতে নির্ভয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, বিএনপি সব সময় সেই দাবির পক্ষে থাকবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মগড় ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল হালিম (মাস্টার), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী সাধারণ জনগণ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— এন্তাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, ধর্মগড় ইউনিয়ন বিএনপি
মোঃ আবরার লাবিব, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হরিপুর উপজেলা শাখা
মোঃ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক, ধর্মগড় ইউনিয়ন বিএনপি
মোঃ রকিম, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল ধর্মগড় ইউনিয়ন শাখা
অলিউর রহমান, জেলা কাউন্সিল সদস্য, রাণীশংকৈল নির্বাহী কমিটি
স্থানীয়রা জানান, সাবেক এমপি জেড মর্তুজা মোহাম্মদের এ সফর ধর্মীয় সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। পূজা মণ্ডপে তার উপস্থিতি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উৎসাহিত করেছে এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে।