
বিশেষ প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ এবং সদস্য সচিব আলমগীর কবির মান্নু। পত্তাশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ কবির হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপি এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।