
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থার খোঁজ নিতে সরেজমিন পরিদর্শন করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাফিউল সারোয়ার বিপিএম।
বিভিন্ন পূজামন্ডপের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নূরে আলম সিদ্দিকী, স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।