
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: ৩ মে শনিবার সকাল ১০ ঘটিকার সময়,পিরোজপুর জেলার সদর উপজেলার কুটুম বাড়ী কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা ইহাহ্ইহা হাওলাদার এর সভাপতিত্বে জেলা – উপজেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।
উক্ত তারবিয়াত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব,ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা এবিএম জাকারিয়া কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক,ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠিক সম্পাদক,ইসলামী আন্দোলন বাংলাদেশ। মনিরুল হাসান, সাধারণ সম্পাদক,ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা। মুহাম্মদ মহিববুল্লাহ হাওলাদার সভাপতি,ইসলামী ছাত্র আন্দোলন,সরকারি সোহরাওয়ার্দী কলেজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত তারবিয়াত উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় নেতাকর্মীদের কে অনুপ্রাণিত করে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে জেলা-উপজেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। এ সময় সকল নেতাকর্মীকে সব সময় ধৈর্যধারণ করার অনুরোধ করেন। পরিশেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।