
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ও ২টি মোবাইলসহ জসিম উদ্দিন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের পুত্র।
থানা সূত্রে জানাগেছে, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বেলা ১টার দিকে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মাহফুজুর রহমান সহসঙ্গীয় পুলিশ ফোর্স এবং সেনাবাহিনীর টহল দলের সহায়তায় উত্তর রঘুনাথপুর গ্রামের জনৈক শাহাদৎ মেম্বারের মৎস্য ঘের সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।