
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে শনিবার (৬ সেপ্টেম্বর) মহিষখলা বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহিষখলা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে মিছিল টি শেষ হয়। এসময় কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাজার সহ আশপাশের এলাকা। এসময় তারা স্লোগান দেন— “আওয়ামী লীগপন্থি কমিটি মানি না, মানবো না”, “ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, করতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন মেম্বার ও সাহেদ আলী মেম্বার, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ দুলাল আহমেদ ও মোঃ মানিক মিয়া, বিএনপির অন্যতম নেতা মোঃ আনিসুল হক বাচ্চু, এবং সাবেক ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের যতগুলো ওয়ার্ড কমিটি হয়েছে—প্রত্যেকটি কমিটিতে আওয়ামী পন্থী রেখে তারা ‘পকেট কমিটি’ করেছে। এসব কমিটিতে আওয়ামী লীগপন্থিদের ঠাঁই দেওয়া হয়েছে, অথচ ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিন দলের জন্য সংগ্রাম করা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা এসব বিতর্কিত কমিটি বাতিল করে যোগ্য ও তৃণমূল নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
মিছিল চলাকালীন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবে হায়াত, ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন সহ মাঝপথে এসে মিছিলে যোগ দেন। তারা নেতাকর্মীদের বলেন এবং আশ্বাস দিয়ে বলেন, আপনাদের অভিযোগটি ভালোভাবে দেখা হবে। উপজেলায় বসে বিষয়টির সাংগঠনিকভাবে সুন্দর ও সুষ্ঠু সমাধান দেওয়া হবে।”
পরে উপজেলা নেতাদের আশ্বাসে পদবঞ্চিত নেতাকর্মীরা আপাতত আন্দোলন স্থগিত করে সন্তোষ প্রকাশ করেন।