
নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর থানা পুলিশের সার্বিক কার্যক্রম বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ ঘটিকায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর থানায় উপস্থিত হলে থানা পুলিশ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জুবায়দুল আলম।
পরে অতিরিক্ত পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, সরকারি অস্ত্রগুলি, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এ সময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জুবায়দুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জাহাঙ্গীর আলম-সহ শেরপুর সদর থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।