
মো: হামিম রানা ( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গর্ব, জাতীয়তাবাদী ছাত্রদল রাণীশংকৈল পৌরসভার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাওয়াল হোসেন শুধু একজন ছাত্রনেতাই নন — তিনি একজন নিবেদিতপ্রাণ ইউনিট পর্যায়ের সংগঠক, যার হাতে গড়ে উঠেছে অসংখ্য ছাত্রদল কর্মী।
দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারিতে। সাহসী কণ্ঠে নেতৃত্ব দিয়েছেন, দলের প্রত্যেক কর্মীর প্রেরণার উৎস হয়ে উঠেছেন।
শিক্ষাক্ষেত্রেও তিনি অত্যন্ত মেধাবী ও সাফল্যগাথা একজন ছাত্র। পড়ালেখায় রয়েছে ধারাবাহিক অগ্রগতি। তার ভদ্রতা, শান্ত স্বভাব, ও চৌকস চিন্তাভাবনা তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে ছাত্রসমাজ ও রাজনৈতিক অঙ্গনে।
রাজনৈতিক জ্ঞান, বিশ্লেষণ ও দূরদর্শিতায়ও তার রয়েছে বিশেষ দক্ষতা। দলের কর্মীদের দুঃখ-সুখে ছায়ার মতো পাশে থাকা তার সহজাত বৈশিষ্ট্য। তিনি কর্মীদের শুধু ভালোবাসেনই না, তাদের শ্রদ্ধা করেন, মূল্যায়ন করেন এবং সর্বদা পাশে থাকেন।
সাওয়াল হোসেনকে ঘিরে রয়েছে কর্মীদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশা। কর্মীরা বলেন—
“আমরা গর্বিত এমন একজন মেধাবী, সাহসী ও কর্মীবান্ধব নেতার সঙ্গে থাকতে পেরে। ভোট চাই না, আমরা চাই দোয়া — আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে।”