ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নকল কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফেসবুক Logo প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১টি বিদেশী পিস্তলসহ একজন আটক Logo সমন্বিত ই-টিকিটিং ও ‘Rapid pass’ সম্প্রসারণ কর্মসূচি Logo মাদরাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫ পালিত হবে ২১ জুলাই যাত্রাবাড়ীতে Logo শ্বেত পত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে……. শিক্ষা উপদেষ্টার Logo NBR ও BAERA এর মধ্য BSW সিস্টেম ব্যবহারের বিষয়ে Memorandum of Understanding (MoU) স্বাক্ষর Logo পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়—– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ   Logo জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে——স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) Logo প্রধান উপদেষ্টা দপ্তরের বিবৃতি

NBR ও BAERA এর মধ্য BSW সিস্টেম ব্যবহারের বিষয়ে Memorandum of Understanding (MoU) স্বাক্ষর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় Bangladesh Single Window (BSW) System ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। BSW মূলত একটি অনলাইন প্লাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে CLP সংগ্রহ করতে পারবেন। CLP গ্রহণের পূর্বে Business Identification Number (BIN) ব্যবহার করে BSW সিস্টেমে (Website: bswnbr.gov.bd) নিবন্ধন করতে হবে। এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যে সকল সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো:

– একটি কমন প্লাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে;
– সরকারী কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
– পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে;
– দেশি-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন Bangladesh Single Window (BSW) System হতে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর সংখ্যা অদ্য ২০/০৭/২০২৫ তারিখে ৪,৩১,১৬৯ (চার লক্ষ একত্রিশ হাজার একশত ঊনসত্তর) অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) সমূহের ৮৫.৩০% একঘণ্টার কম সময়ে এবং ৯৪.১৪% একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার (DGDA, EPB, DoEX, BNACWC, BEZA, BEPZA, DoE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA, CCI&E) ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট Bangladesh Single Window (BSW) সিস্টেমের মাধ্যমে দাখিল করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ১৯টি সংস্থা Bangladesh Single Window (BSW) পোর্টালে ইতোমধ্যে যুক্ত হয়েছে। BSW সিস্টেমের সাথে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে অদ্য ২০/০৭/২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) এর মধ্যে Memorandum of Understanding (MoU) স্বাক্ষর করা হয়। উল্লেখ্য, ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ৩৮টি দপ্তর/সংস্থা/মন্ত্রণালয়ের মধ্যে MoU স্বাক্ষরিত হয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সকল অংশীজনকে Bangladesh Single Window (BSW) বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো। যেকোন প্রয়োজনে কল সেন্টার এ (Hotline: 16139) ফোন করে এবং ওয়েবসাইট (www.bswnbr.gov.bd) থেকে BSW সংক্রান্ত সকল সেবা গ্রহণ করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকল কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফেসবুক

NBR ও BAERA এর মধ্য BSW সিস্টেম ব্যবহারের বিষয়ে Memorandum of Understanding (MoU) স্বাক্ষর

আপডেট সময় ০৬:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

আলী আহসান রবি: ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় Bangladesh Single Window (BSW) System ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। BSW মূলত একটি অনলাইন প্লাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে CLP সংগ্রহ করতে পারবেন। CLP গ্রহণের পূর্বে Business Identification Number (BIN) ব্যবহার করে BSW সিস্টেমে (Website: bswnbr.gov.bd) নিবন্ধন করতে হবে। এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যে সকল সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো:

– একটি কমন প্লাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে;
– সরকারী কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
– পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে;
– দেশি-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন Bangladesh Single Window (BSW) System হতে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর সংখ্যা অদ্য ২০/০৭/২০২৫ তারিখে ৪,৩১,১৬৯ (চার লক্ষ একত্রিশ হাজার একশত ঊনসত্তর) অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) সমূহের ৮৫.৩০% একঘণ্টার কম সময়ে এবং ৯৪.১৪% একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার (DGDA, EPB, DoEX, BNACWC, BEZA, BEPZA, DoE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA, CCI&E) ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট Bangladesh Single Window (BSW) সিস্টেমের মাধ্যমে দাখিল করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত ১৯টি সংস্থা Bangladesh Single Window (BSW) পোর্টালে ইতোমধ্যে যুক্ত হয়েছে। BSW সিস্টেমের সাথে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে অদ্য ২০/০৭/২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) এর মধ্যে Memorandum of Understanding (MoU) স্বাক্ষর করা হয়। উল্লেখ্য, ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ৩৮টি দপ্তর/সংস্থা/মন্ত্রণালয়ের মধ্যে MoU স্বাক্ষরিত হয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সকল অংশীজনকে Bangladesh Single Window (BSW) বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো। যেকোন প্রয়োজনে কল সেন্টার এ (Hotline: 16139) ফোন করে এবং ওয়েবসাইট (www.bswnbr.gov.bd) থেকে BSW সংক্রান্ত সকল সেবা গ্রহণ করা যাবে।