ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফের উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়! Logo মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক সেবা প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি উদ্যোগ Logo হংকং-ভিত্তিক হান্ডা বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে Logo সুরেশপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার অভিযানে ধরা পড়ল ভারতীয় ‘AC Black’ মদ Logo পুরুষ মহিলা ও তরুণ – স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং আমাদের দেশের মর্যাদা এবং ভবিষ্যত পুনরুদ্ধার করেছিলেন Logo চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার Logo আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি Logo বাঘ শুধু প্রাণী নয়, আমাদের অহংকার চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার Logo বাউফলে ব্রীজের সাথে কার্গোর ধাক্কায় শ্রমিকের মাথা বিচ্ছিন্ন Logo রংপুরে হিন্দু পাড়ায় হামলার বিস্তারিত জানিয়েছে পুলিশ ও প্রশাসন

মৌলভীবাজার পুলিশ লাইন্সে জিম সেন্টারের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

শারীরিক সুস্থতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে একটি জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “কথায় আছে- সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে। পুলিশ সদস্যদের দিনরাত লম্বা সময় ডিউটি করতে হয়। সেজন্য পুলিশ সদস্য হিসেবে আমাদের শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। আমার বিশ্বাস, আমাদের পুলিশ সদস্যদের ফিটনেস উন্নয়নে এই জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “নিয়মিত শরীরচর্চার মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল যেমন বাড়বে, তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, এ উদ্যোগ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে বাহিনীর সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে পারেন।

পুলিশ লাইন্স হাসপাতালের নিচতলায় স্থাপিত এই জিম সেন্টারে নারী ও পুরুষ—উভয় পুলিশ সদস্যদের জন্যই শরীরচর্চার সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুলিশ সদস্যরা এখানে শরীরচর্চা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ফের উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়!

মৌলভীবাজার পুলিশ লাইন্সে জিম সেন্টারের উদ্বোধন

আপডেট সময় ০৭:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

শারীরিক সুস্থতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে একটি জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “কথায় আছে- সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে। পুলিশ সদস্যদের দিনরাত লম্বা সময় ডিউটি করতে হয়। সেজন্য পুলিশ সদস্য হিসেবে আমাদের শারীরিকভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। আমার বিশ্বাস, আমাদের পুলিশ সদস্যদের ফিটনেস উন্নয়নে এই জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “নিয়মিত শরীরচর্চার মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল যেমন বাড়বে, তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, এ উদ্যোগ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে বাহিনীর সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করতে পারেন।

পুলিশ লাইন্স হাসপাতালের নিচতলায় স্থাপিত এই জিম সেন্টারে নারী ও পুরুষ—উভয় পুলিশ সদস্যদের জন্যই শরীরচর্চার সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুলিশ সদস্যরা এখানে শরীরচর্চা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগন।