
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশপুর গ্রামে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ‘AC Black’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। প্রতিটি বোতলের পরিমাণ ছিল ৪৭৫ মিলিলিটার।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম, যাদের গোয়েন্দা সহায়তা দেয় এনএসআই-এর একটি বিশেষ দল।
অভিযানের সময় একটি নির্দিষ্ট ঘরে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। জব্দ হওয়া মদগুলো ছিল ভারতীয় নামী ব্র্যান্ড ‘AC Black’-এর, প্রতিটি ৪৭৫ মিলিলিটারের বোতলে সংরক্ষিত। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এনএসআই এর একজন কর্মকর্তা জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সমন্বিত অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও সচেতনতা উভয়ই বৃদ্ধি পেয়েছে।