
স্টাফ রিপোর্টার :
রাজধানীর মাতুয়াইল এলাকা হতে ৯০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-গুলশান। গ্রেফতারকৃতের নাম: শাহেদ আলী (৩৬)।
শনিবার (২ আগস্ট ২০২৫) বেলা ০২:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মাতুয়াইল ইউলুপে অবস্থান নেয় ডিবি পুলিশ। বেলা ০২:০৫ ঘটিকায় মাইক্রোবাসটি থামানোর নির্দেশ প্রদান করা হয়। এসময় গাড়িতে থাকা শাহেদ আলী নিজ হাতে বের করে দেওয়া মতে ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।