ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা  Logo নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৫,৫০০ কেজি পলিথিন জব্দ Logo বড়লেখায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩ Logo মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেশনে পুলিশ কমিশনারঃ কেএমপি Logo চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রম Logo বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা Logo কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারোমাইল নামক স্থানে ০১(এক) জন নারী গণধর্ষণ সংক্রান্ত ঘটনায় ০৫(পাঁচ) জন গ্রেপ্তার  Logo ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক রিপোর্ট

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
১৮ শ্রাবণ (২ আগস্ট) ২০২৫

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI) বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণবিনিয়োগ। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রমমানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কমিশনের বিভিন্ন সুপারিশ যাচাই-বাছাই করছে। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। সরকারের বিভিন্ন গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয়কেও অন্তর্ভুক্ত করা দরকার। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে। এছাড়া, NOSHTRI -এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন MoU-এর পরিকল্পনা চলছে, যা পেশাগত প্রশিক্ষণ ও গবেষণাকে ত্বরান্বিত করবে। তিনি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রম উপদেষ্টা আরো বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চা বাগানগুলোতে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে মালিকদের তাগিদ দেওয়া হয়েছে। শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সম্মেলন শেষে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৫০ জন শ্রমিক ও তার পরিবারকে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার তাগিদ দেন। শ্রমিকদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যাপক ডা. রেহানা খানম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা 

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

আলী আহসান রবি
১৮ শ্রাবণ (২ আগস্ট) ২০২৫

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI) বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণবিনিয়োগ। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রমমানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কমিশনের বিভিন্ন সুপারিশ যাচাই-বাছাই করছে। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। সরকারের বিভিন্ন গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয়কেও অন্তর্ভুক্ত করা দরকার। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে। এছাড়া, NOSHTRI -এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন MoU-এর পরিকল্পনা চলছে, যা পেশাগত প্রশিক্ষণ ও গবেষণাকে ত্বরান্বিত করবে। তিনি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রম উপদেষ্টা আরো বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চা বাগানগুলোতে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে মালিকদের তাগিদ দেওয়া হয়েছে। শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সম্মেলন শেষে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৫০ জন শ্রমিক ও তার পরিবারকে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার তাগিদ দেন। শ্রমিকদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যাপক ডা. রেহানা খানম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।