
০৩ আগস্ট ২০২৫ খ্রিঃ দিনাজপুর জেলার কেপিআই সার্কিট হাউজ পরিদর্শন করেন জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়।
কেপিআই সার্কিট হাউজ পরিদর্শন শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন মহোদয় এবং সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
প্রধান অতিথি মহোদয় অত্র জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য’গণের সাথে পুলিশের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মহোদয় অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।