
মোঃ কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় মধ্যনগর জগন্নাথ মন্দির ও আখড়া কমিটির আয়োজনে শোভাযাত্রাটি বের হয়।
৮২টি গ্রামের ভক্তদের অংশগ্রহণে বের হওয়া এ শোভাযাত্রা জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মধ্যনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষ ভক্তরা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে, বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, প্রায় ৫ হাজার ২৫১ বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। মামা কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নেন তিনি। অত্যাচার ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় তিনি অবতীর্ণ হন।
‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’-এই ব্রতে অবিচল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্য। তাই তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত। প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বের হিন্দু সম্প্রদায় নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।