
অনলাইন ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশের চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারের সময় ৫১,০০০ ইউএস ডলারসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে।
অভিযান সম্পর্কে ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণে সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করার পর বিশেষ টহলদল দ্রুত কার্যক্রম পরিচালনা করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রমে সদা সতর্ক অবস্থায় রয়েছে।
সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ।
এসবি:কাইয়ুম বাদশাহ।