
মো: হামিম রানা, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আজ ৫ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে শিবদীঘি জুলাই চত্বরে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
এই র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মো: তারেক মাহমুদ, মো: হাবিব এবং সাধারণ শিক্ষার্থী।
এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: বকুল মুজুমদার শিবদীঘি গোলচত্বরকে “জুলাই চত্বর” হিসেবে ঘোষণা করেন।
র্যালিটি শিক্ষার্থীদের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয় এবং সকলের মাঝে দেশপ্রেম ও বিজয়ের গৌরব উদ্দীপনা জাগিয়ে তোলে।