
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিলন সরকার (৪২),পিতা- মোঃ নজরুল ইসলাম সরকার, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা কে অদ্য ০৯/০৮/২০২৫ইং তারিখ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীনরোড এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম নাজমুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার নিবাসী ও একজন সবজি ব্যবসায়ী ছিলেন। গত ইং-১১/০৮/২০১৭ তারিখ ঢাকা হতে সবজি বিক্রি করে ফিরার সময় গাজীপুর জেলার চন্দ্রা এলাকা হতে ভিকটিমকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার পরিবারের কাছে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিম নাজমুল ইসলামের পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা ভিকটিমকে হত্যা করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফেলে চলে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা (মামলা নং-১৭১/১৭, তারিখঃ ১২/০৮/২০১৭,ধারা-৩৬৪/৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০।) দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জ বিচারকার্য শেষে মোঃ মিলন সরকার এর বিরুদ্ধে মৃত্যুদন্ড সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৯/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীনরোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৪। ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।