
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: “সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের নির্দেশনায় গত সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে একটি বিশেষ অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় এক ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযানটি সম্পদপুর সাকিনস্থ রক্ষাকালী মন্দিরের সামনে গফুরে খালে পরিচালিত হয়।
এসআই মোঃ ইউছুব আলী ও এএসআই স্বপন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। জব্দকৃত নৌকার আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং ৩০০ ঘনফুট বালুর মূল্য প্রায় ৯ হাজার টাকা, যা মিলিয়ে মোট ২,০৯,০০০ টাকা।
আটককৃতরা হলেন: মোঃ তফছির হোসেন (২৬ বছর, পিতা গোলাপ নূর), মোঃ নেকবর আলী (২০ বছর, পিতা মোঃ ইউছুব আলী), মোঃ সম্রাট হোসেন (২১ বছর, পিতা মোঃ জহুর আলী), মোঃ মফিজ আলী (২৫ বছর, পিতা আহাদ আলী), মোঃ মুক্তার আলী (১৯ বছর, পিতা মোঃ নুরুল হক), মোঃ কাউছার আলী (২৩ বছর, পিতা মোঃ শুক্কুর আলী), মোঃ শহর আলী (২০ বছর, পিতা মোঃ শুক্কুর আলী, রতনপুর), এবং মোঃ শাহানুর (২০ বছর, পিতা আছিম উদ্দিন, কলাগাঁও, তাহিরপুর)।
মধ্যনগর থানার এসআই মোঃ ইউছুব আলী বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী মামলা নং ০৩/৫৫ দায়ের করেন। মামলার তদন্তভার এসআই বিকাশ সরকারের হাতে অর্পণ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিবুর রহমান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা অপরাধীদের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।”