
আজ বুধবার (১২ আগস্ট সকালে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর এর অধিনায়ক লেঃ কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজের জন্য জেনারেটর, আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজ খানার উন্নয়নকল্পে টিন ও সিমেন্ট এবং ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন। এছাড়াও উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সামগ্রী ক্রয়, ভূষণছড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বই ক্রয়, দুস্থ, অসহায় ও গরীব পরিবারারের সদস্যের চিকিৎসা, আমতলা কবরস্থানের মাটি ভরাট ও মসজিদের ওযুখানা নির্মাণ, ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং এ্যারাবুনিয়া বাজার জামে মসজিদ রং করার জন্য আর্থিক অনুদান প্রদান করা।
এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ, বর্ণিত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।