ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন Logo পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ পরিধান Logo অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায় Logo দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে অজ্ঞানপার্টি ও চোরচক্রের ০৬ জন গ্রেফতার Logo উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির আংশিক কমিটি গঠন সম্পন্ন Logo জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন বাগআঁচড়ার কদ্দুস আলী বিশ্বাস Logo রাণীশংকৈলের রাকিব ক্যান্সারে আক্রান্ত, সাহায্যের হাত বাড়ানোর আহ্বান Logo রাবিতে  ছাত্রী হয়রানির অভিযোগ  Logo মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক Logo রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮ তম সভা অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

সালমান আহম্মেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় পরিবহন খাতে নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী রামপুর থেকে ময়মনসিংহ রোড ব্যবহার করে যাতায়াত করেন। যাত্রী ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার লক্ষ্যে সরকার দিন ও রাত উভয় সময়ের জন্য ভাড়া নির্ধারণ করেছে ১৩০ টাকা।

কিন্তু দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করে আসছেন— বিভিন্ন সময় চালক ও পরিবহন মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করে থাকেন। এতে সাধারণ মানুষ শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, একই সঙ্গে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— অতিরিক্ত ভাড়া আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করেন, যাত্রীরা সঙ্গে সঙ্গে অভিযোগ করতে পারবেন। এজন্য জরুরি যোগাযোগ নম্বর, জেলা প্রশাসন ও স্থানীয় পরিবহন কমিটির দায়িত্বশীলদের নাম্বার প্রকাশ করা হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালক, হেলপার বা পরিবহন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই কয়েকটি বাসে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন বলছে, এই উদ্যোগ যাত্রীদের হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে চালক ও পরিবহন মালিকদের সতর্ক করা হয়েছে— অতিরিক্ত ভাড়া আদায় করলে কোনো ছাড় দেওয়া হবে না।

যাত্রী সাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, নিয়মিত নজরদারি এবং হটলাইন নম্বরে অভিযোগ গ্রহণের মাধ্যমে যেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে। তাহলেই যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট সময় ০৬:৪৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

সালমান আহম্মেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় পরিবহন খাতে নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী রামপুর থেকে ময়মনসিংহ রোড ব্যবহার করে যাতায়াত করেন। যাত্রী ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার লক্ষ্যে সরকার দিন ও রাত উভয় সময়ের জন্য ভাড়া নির্ধারণ করেছে ১৩০ টাকা।

কিন্তু দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করে আসছেন— বিভিন্ন সময় চালক ও পরিবহন মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করে থাকেন। এতে সাধারণ মানুষ শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, একই সঙ্গে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— অতিরিক্ত ভাড়া আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করেন, যাত্রীরা সঙ্গে সঙ্গে অভিযোগ করতে পারবেন। এজন্য জরুরি যোগাযোগ নম্বর, জেলা প্রশাসন ও স্থানীয় পরিবহন কমিটির দায়িত্বশীলদের নাম্বার প্রকাশ করা হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালক, হেলপার বা পরিবহন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই কয়েকটি বাসে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন বলছে, এই উদ্যোগ যাত্রীদের হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে চালক ও পরিবহন মালিকদের সতর্ক করা হয়েছে— অতিরিক্ত ভাড়া আদায় করলে কোনো ছাড় দেওয়া হবে না।

যাত্রী সাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, নিয়মিত নজরদারি এবং হটলাইন নম্বরে অভিযোগ গ্রহণের মাধ্যমে যেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে। তাহলেই যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।