ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে তেলবাহী লরিতে অভিনব কায়দায় পাচারকালে প্রায় সোয়া ০১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ। Logo টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি Logo গাইবান্ধায় ১৪৯০মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা Logo সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, Logo ফায়ারফাইটার নিয়োগে ঢাকা ও সিলেট বিভাগের (পুরুষ) প্রার্থীদের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন Logo রংপুর জেলায় কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন Logo মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগ জুন – ২০২৫ এর কার্যক্রম শুরু Logo সারাদেশে জলাশয়গুলো চিহ্নিত করে দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ Logo হাতি সংরক্ষণে আবাসস্থল রক্ষা,করিডোর মুক্তকরণ ও সচেতনতা জরুরি: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

গাইবান্ধায় ১৪৯০মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বহুল প্রতীক্ষিত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার- কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য দাবিতে মজলুম জননেতা মওলানা ভাসানী সংগ্রাম করে গেছেন, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ সেতুটির নামকরণ “মওলানা ভাসানী সেতু” করা হয়েছে। তাঁর পদাঙ্ক অনুসরন করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করবো, যে রাষ্ট্র পানি-সীমানাসহ যেকোনো ন্যায্য দাবি আদায়ে কোন পরাশক্তির কাছে মাথা নত করবে না। ন্যায্যতার লড়াইয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, সেতুটির মাধ্যমে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ পাশ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি, কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে বৈষম্যের স্বীকার হওয়া জেলাগুলোর মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলো অন্যতম। এই বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। তিস্তা গণশুনানিতে জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিস্তার তীরে ১২৫ কি.মি. বাঁধ নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন, উত্তরাঞ্চলের প্রায় ৪১ টি উপজেলায় শিক্ষার উন্নয়নে লাইব্রেরী নির্মাণের কাজ শুরু হয়েছে এবং যে সকল গ্রামে স্কুল নেই সেখানে দ্রুত স্কুল নির্মাণ কার্যক্রম শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার(জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট(এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ওফিড) এর অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২ টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট(এসএফডি) এর এশিয়া অপারেশন্স এর মহাপরিচালক ড. সৌদ বিন আয়েদ আল-শাম্মারি। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান এনডিসি, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রংপুর কর্তৃক আয়োজিত “জুলাই-৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এসময়ে রংপুরে একটি বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। ফাইনালে মুখোমুখি হয় রংপুর সদর উপজেলা এবং গংগাচড়া উপজেলা ফুটবল টিম। গংগাচড়া উপজেলা ফুটবল টিম ২-১ গোলে জয় লাভ করেছে।

উল্লেখ্য, তারুণ্যের উৎসব-২০২৫ এর ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জুলাই থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে রংপুর জেলার আট উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে তেলবাহী লরিতে অভিনব কায়দায় পাচারকালে প্রায় সোয়া ০১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ।

গাইবান্ধায় ১৪৯০মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

আলী আহসান রবি: আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বহুল প্রতীক্ষিত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার- কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য দাবিতে মজলুম জননেতা মওলানা ভাসানী সংগ্রাম করে গেছেন, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ সেতুটির নামকরণ “মওলানা ভাসানী সেতু” করা হয়েছে। তাঁর পদাঙ্ক অনুসরন করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করবো, যে রাষ্ট্র পানি-সীমানাসহ যেকোনো ন্যায্য দাবি আদায়ে কোন পরাশক্তির কাছে মাথা নত করবে না। ন্যায্যতার লড়াইয়ে সকলকে পাশে থাকার আহ্বান জানান আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, সেতুটির মাধ্যমে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ পাশ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি, কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে বৈষম্যের স্বীকার হওয়া জেলাগুলোর মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলো অন্যতম। এই বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। তিস্তা গণশুনানিতে জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিস্তার তীরে ১২৫ কি.মি. বাঁধ নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন, উত্তরাঞ্চলের প্রায় ৪১ টি উপজেলায় শিক্ষার উন্নয়নে লাইব্রেরী নির্মাণের কাজ শুরু হয়েছে এবং যে সকল গ্রামে স্কুল নেই সেখানে দ্রুত স্কুল নির্মাণ কার্যক্রম শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার(জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট(এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ওফিড) এর অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২ টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট(এসএফডি) এর এশিয়া অপারেশন্স এর মহাপরিচালক ড. সৌদ বিন আয়েদ আল-শাম্মারি। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান এনডিসি, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রংপুর কর্তৃক আয়োজিত “জুলাই-৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এসময়ে রংপুরে একটি বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। ফাইনালে মুখোমুখি হয় রংপুর সদর উপজেলা এবং গংগাচড়া উপজেলা ফুটবল টিম। গংগাচড়া উপজেলা ফুটবল টিম ২-১ গোলে জয় লাভ করেছে।

উল্লেখ্য, তারুণ্যের উৎসব-২০২৫ এর ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জুলাই থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে রংপুর জেলার আট উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেয়।