ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে তেলবাহী লরিতে অভিনব কায়দায় পাচারকালে প্রায় সোয়া ০১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ। Logo টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি Logo গাইবান্ধায় ১৪৯০মিটার দীর্ঘ “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা Logo সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, Logo ফায়ারফাইটার নিয়োগে ঢাকা ও সিলেট বিভাগের (পুরুষ) প্রার্থীদের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন Logo রংপুর জেলায় কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন Logo মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগ জুন – ২০২৫ এর কার্যক্রম শুরু Logo সারাদেশে জলাশয়গুলো চিহ্নিত করে দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ Logo হাতি সংরক্ষণে আবাসস্থল রক্ষা,করিডোর মুক্তকরণ ও সচেতনতা জরুরি: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীতে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ ব্যাটালিয়ন নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মায়ানমারের মাদক কারবারীদের সাথে যোগসাজশে জেলের ছদ্মবেশে মাছ ধরার আড়ালে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করবে। খবর পাওয়ার পর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান দ্রুত একটি সমন্বিত অভিযানের নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী, সীমান্তবর্তী নদীপথে কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ নৌ-টহল মোতায়েন করা হয়। দুপুর দেড়টার দিকে বিজিবির সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি সন্দেহজনক জেলে নৌকা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান নেয়।

ব্যাটালিয়ন অধিনায়কের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নৌ-টহল দলগুলো দ্রুত অভিযানে অংশগ্রহণ করে। এসময়, বিজিবি’র নৌ-টহলদল নৌকাটিকে ধাওয়া করলে নৌকায় থাকা দুই মাদককারবারী লাফ দিয়ে সাঁতার কেটে মায়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশী চালিয়ে মাছ ধরার জালের ভিতর লুকানো বিশেষভাবে মোড়কজাত একটি প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অভিযানের পর মাদক চক্রের সাথে জড়িতদের ধরতে নাফ নদীর বিভিন্ন স্থানে অতিরিক্ত অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ কার্যক্রম ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি সবসময় অটুট থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে তেলবাহী লরিতে অভিনব কায়দায় পাচারকালে প্রায় সোয়া ০১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ।

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

আলী আহসান রবি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীতে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ ব্যাটালিয়ন নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মায়ানমারের মাদক কারবারীদের সাথে যোগসাজশে জেলের ছদ্মবেশে মাছ ধরার আড়ালে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করবে। খবর পাওয়ার পর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান দ্রুত একটি সমন্বিত অভিযানের নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী, সীমান্তবর্তী নদীপথে কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ নৌ-টহল মোতায়েন করা হয়। দুপুর দেড়টার দিকে বিজিবির সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি সন্দেহজনক জেলে নৌকা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান নেয়।

ব্যাটালিয়ন অধিনায়কের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নৌ-টহল দলগুলো দ্রুত অভিযানে অংশগ্রহণ করে। এসময়, বিজিবি’র নৌ-টহলদল নৌকাটিকে ধাওয়া করলে নৌকায় থাকা দুই মাদককারবারী লাফ দিয়ে সাঁতার কেটে মায়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশী চালিয়ে মাছ ধরার জালের ভিতর লুকানো বিশেষভাবে মোড়কজাত একটি প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অভিযানের পর মাদক চক্রের সাথে জড়িতদের ধরতে নাফ নদীর বিভিন্ন স্থানে অতিরিক্ত অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ কার্যক্রম ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি সবসময় অটুট থাকবে।