
আলী আহসান রবি: ২১ আগষ্ট, ২০২৫, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু প্রতারক চক্র।
অদ্য ২১ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তার উপরে অবৈধ অস্থায়ী ঔষধ দোকান স্থাপন ও উক্ত দোকানসমূহে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে বিভিন্ন দোকানকে অর্থদন্ড প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।
সম্প্রতি র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালের সামনে রাস্তার উপরে অবৈধভাবে নির্মিত অস্থায়ী ঔষধের দোকানে অসাধু চক্র ও দালালদের সহযোগিতায় অতি উচ্চ মূল্যে ঔষধ বিক্রয় করে এবং সেবাগ্রহীতাদের সাথে প্রতারণা করে আসছে। প্রাপ্ত সংবাদ যাচাই এর নিমিত্তে র্যাব-২ উক্ত স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতা অদ্য ২১/০৮/২০২৫ ইং তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-২ এর একটি আভিযানিক দল আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তাৎক্ষণিকভাবে একজন সেবা গ্রহীতা অভিযোগ দিলে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে ০৪ (চার) টি ফার্মেসিকে অধিক মূল্যে ঔষধ বিক্রয় করা ও অবৈধভাবে ফার্মেসি স্থাপন করার অপরাধে অর্থদন্ড প্রদান করেন। একই সাথে জনশৃংখলার স্বার্থে এবং সেবা নির্বিঘ্ন করার জন্য দোকান গুলো মেইনরোড থেকে সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।