
হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের স্থগিত হওয়া ৪ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলের মাধ্যমে এ উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। অতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে শনিবার (২৩ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কাউন্সিল পরবর্তী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন পর্যবেক্ষক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জর্জ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান প্রমূখ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শিহাবউজ্জামান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাঁপুই, সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান পাড়, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস. এম. বাবু, সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপি নেতা শেখ হাবিবুল্লাহ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, বর্তমান যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, বিএনপি নেতা হাসানুর রহমান, আব্দুর রহমান, শেখ মনিরুল ইসলাম, খায়রুজ্জামান রোকন, শেখ নাসিরউদ্দীন, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াসিন আলী, মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ বিপুল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শেখ আলমগীর হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদিকা তৈয়বা সুলতানা তোহাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রাপ্ত ফলাফল :৪ নং ওয়ার্ডে সভাপতি: মোঃ আইয়ুব হোসেন (৯৯ ভোট) বিজয়ী প্রতিদ্বন্দ্বী: মোঃ আব্দুস সাত্তার গাজী (৬৪ ভোট) সাধারণ সম্পাদক: আবু হাসান রানা (১০০ ভোট) বিজয়ী প্রতিদ্বন্দ্বী: মোঃ মহিউদ্দীন (৬১ ভোট) সাংগঠনিক সম্পাদক: মোঃ আব্দুস সালাম (১১০ ভোট) – বিজয়ী প্রতিদ্বন্দ্বী: মোঃ সাইফুল গাজী (৫১ ভোট) ৯ নং ওয়ার্ডে সভাপতি: মোঃ আব্দুল কাদের মেম্বর (লটারিতে বিজয়ী, সমান ৬৫ ভোট পেয়ে মিজানুর রহমানের সাথে ফলাফল ড্র হওয়ার পর) সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল কাদের (৮৪ ভোট), বিজয়ী প্রতিদ্বন্দ্বী: মোঃ রুহুল আজিম (৪৪ ভোট) সাংগঠনিক সম্পাদক: সফিকুল ইসলাম (৮২ ভোট) বিজয়ী প্রতিদ্বন্দ্বী: মোঃ আব্দুস সালাম (৪৬ ভোট) উল্লেখ্য, গত ৯ আগস্ট ধলবাড়িয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে কাউন্সিল হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় নতুন ভোটার সংযোজনকে কেন্দ্র করে আপত্তির কারণে ৪ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করে জেলা বিএনপি।