
হাফিজুর রহমান শিমুলঃ ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের (অবঃ) সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন ছাত্রজীবন থেকেই দুর্নীতি প্রতিরোধে নিজেকে গড়ে তুলতে হবে। দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না এবং মানবো না এই ভাবনা নিজের মধ্যে থাকতে হবে। আমি মুগ্ধ হয়েছি আজকের বিতর্ক প্রতিযোগীদের উপস্থাপনশৈলী দেখে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
এ সময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিশির কুমার দত্ত, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ শিক্ষক, কালিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, ও মারুফ হাসান উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সোমা বিশ্বাস প্রমুখ। প্রতিযোগিতার সেমিফাইনাল সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে ফাইনালে উন্নীত হয়। বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল “দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়”। উপজেলা পর্যায়ের ফাইনালে পক্ষ দলে অংশ নেয় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষ দলে অংশ নেয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
বিতর্কে বিপক্ষ দল শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালিগঞ্জ উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময়ে জেলা ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় দলকে ট্রফি ও মেডেল সনদ প্রদান করা হয় এছাড়া দুর্নীতি বিরোধী রচনা ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহ।
রচনা প্রতিযোগিতায় প্রথম আনিকা নওয়ার সপ্তম শ্রেণী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় নাইমা মেহেদী দশম শ্রেণী সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় আমির হামজা নবম শ্রেণী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, চিত্র অংকন প্রতিযোগিতায় প্রথম আয়েশা তাহামিন দশম শ্রেণী সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যাল , দ্বিতীয় ঝিলমিল জামান নবম শ্রেণী ললতা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় মনামী রায় নবম শ্রেণি সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়বিচারকবৃন্দ ও অতিথিদের পুরস্কার প্রদান করা হয় । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।