
নিজস্ব প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে মোঘল আমলে নির্মিত ঐতিহাসিক হারুলিয়া জামে মসজিদের চুরি যাওয়া প্রত্নতাত্ত্বিক রত্ন উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় যুবক ইমরান আহমেদ ভূঁইয়া ও এবি সুমন। বক্তারা অভিযোগ করেন, ২০১৪ সালে ঘটে যাওয়া এ প্রত্নরত্ন চুরির ঘটনায় প্রশাসন শুরু থেকেই উদাসীন ছিল। তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে মামলার অগ্রগতি ব্যাহত হয় এবং ভুক্তভোগীরা নানাভাবে হয়রানির শিকার হন।
বক্তারা আরও জানান, সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ২৭ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়েরসহ ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া প্রত্নরত্ন হারানোর পর গ্রামের কিছু মানুষের হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মানববন্ধনে দ্রুত তদন্ত কার্যক্রম জোরদার করে হারানো প্রত্নরত্ন উদ্ধারের দাবি জানান স্থানীয়রা। একই সঙ্গে প্রায় ৮২৪ বছর আগে প্রতিষ্ঠিত এ ঐতিহাসিক মসজিদটি সংস্কার ও সংরক্ষণেরও আহ্বান জানান তারা।
ঐতিহাসিক সূত্র মতে, ধর্মপ্রাণ শাইখ মোহাম্মদ ইয়ার ১২০০ খ্রিস্টাব্দে হারুলিয়া জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদের দেয়ালে খোদাই করা ফার্সি লিপি এর প্রমাণ বহন করছে। প্রায় সাত শতাংশ জমির ওপর নির্মিত মসজিদটিতে রয়েছে বিশাল গম্বুজ, চার কোণায় স্তম্ভ ও শৈল্পিক কারুকাজ, যা ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শন। তবে দীর্ঘদিন ধরে অবহেলা আর কালের বিবর্তনে মসজিদটি এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে রিপোর্ট এসপি অফিসে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি অনেক পুরনো, তাই উদ্ধার কঠিন হলেও পুলিশ তদ্বিষয়ে সচেষ্ট রয়েছে।