
ডেস্ক রিপোর্ট : সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে ৪ লাখ ২০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আঃ শুকুর (৪৮), পিতা-জালাল আহমদ, সাং-আগফৌদ (গাংপার সুরাইঘাট)
মাহবুব আলম (২৮), পিতা-মানিক মিয়া, সাং-নেহালপুর
আবু তাহের (২০), পিতা-জহির উদ্দিন ওরফে জইন উদ্দিন, সাং-নেহালপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্র : রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট