
নিজস্ব প্রতিবেদক: পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল।
আজ জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স পুকুরে এ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদ সৃষ্টি করা সম্ভব হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।