
নিজস্ব প্রতিবেদক:জেলা পুলিশ, শরীয়তপুর এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রশংসা পত্র ও ক্রেস্ট প্রদান করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা।
এ সময় জনাব শেখ শরীফ-উজ-জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর, জনাব ড. আশিক মাহমুদ, বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, জনাব তানভীর হোসেন, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর, জনাব জনাব সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর, জনাব মোস্তাফিজুর রহমান ভূঞা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।