
নিজস্ব প্রতিনিধি , কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. নাঈম উল ইসলাম চৌধুরী। বুধবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “নামজারি ও মিসকেসসহ প্রতিটি কাজ এখন অনলাইনভিত্তিক। জনগণকে হয়রানি ছাড়াই খুব কম সময়ে ও স্বল্প সরকারি ফি’র বিনিময়ে ভূমি সেবা দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।”
মো. নাঈম উল ইসলাম চৌধুরীর নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রাম হলেও জন্ম ও পড়াশোনা সব ঢাকাতেই। তাঁর বাবা মো. নজরুল ইসলাম (অগ্রণী ব্যাংক হেড অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার) এবং মা জেবুন নেছা। তিনি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং প্রথম কর্মস্থল ছিল বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় (প্রবেশন পিরিয়ড)।
উল্লেখ্য, তিনি বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি কেন্দুয়ায় দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি), উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।