
নিজস্ব প্রতিবেদক: প্রবাস জীবন শেষে দেশে ফিরে দুর্ভাগ্যজনকভাবে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারান রানা নামের এক ব্যক্তি। অস্বাভাবিক অবস্থায় তিনি মিরপুর-১০ এলাকায় অবস্থান করছিলেন।
এই পরিস্থিতি লক্ষ্য করে ট্রাফিক মিরপুর বিভাগের ইন্সপেক্টর (শওযা) জনাব মো. আশরাফ উল আলম দ্রুত উদ্যোগী হয়ে উক্ত ব্যক্তিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে আলোক হাসপাতালে প্রেরণ করেন এবং পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করেন।
ডিসি (ট্রাফিক মিরপুর) স্যার এই মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং ট্রাফিক মিরপুর বিভাগের সকল সদস্যকে এ ধরনের মানবিক কাজে সর্বদা এগিয়ে আসার আহ্বান জানান।