
আলী আহসান রবি:আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীর বসিলা এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় রাস্তা দখল করে উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেশ কয়েকটি ভবন মালিক ও ঠিকাদারকে সতর্ক করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ফেনী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ ও সোয়ারীঘাট এলাকায় পলিথিন বিরোধী ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া ৩টি পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। ইমামগঞ্জ এলাকায় রেকি কার্যক্রম চালানো হলেও সেখানে পলিথিন উৎপাদন বা বিক্রয়ের প্রমাণ মেলেনি। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে কিশোরগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে ৬টি মোবাইল কোর্টে ১৭টি মামলায় ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তাও প্রদান করা হয়।
চিকিৎসা বর্জ্য বিধিমালা, ২০০৮ অনুযায়ী ফেনীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন মালিককে সতর্ক করা হয়।
এছাড়া গাজীপুর জেলার টঙ্গীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া পরিচালিত ৪টি অবৈধ কারখানার বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।