
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ০১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ মুক্তার হোসেন। গতকাল (৩১ আগস্ট) বিকাল ৫টায় তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ওয়ার্ড কমিটির পাঁচজন করে মোট ৪৫ জন সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন। পরে তিনি আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মুক্তার হোসেন বলেন, “উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আজ আমি সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি বিশ্বাস করি, তাদের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।”