
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সভায় আরও বক্তব্য রাখেন—সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম ও রাকিবুল হাসান দিলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তফাজ্জুল হোসেন ও মমিনুল হক কালারচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মোঃ শাহজাহান মিয়া, সুহেল মিয়া, আজিজুর রহমান সৌরভসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলই তৃণমূলের একমাত্র জনপ্রিয় প্রার্থী। তাঁর বিকল্প কেউ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তৃণমূল নেতারা।