
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা পরিষদ, সুনামগঞ্জ।
এবার পঞ্চম শ্রেণিতে ২৫ জন এবং অষ্টম শ্রেণিতে ৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে— পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জনকে ২০,০০০ টাকা করে এবং সাধারণ বৃত্তিতে ২২ জনকে ১২,০০০ টাকা করে প্রদান করা হয়। অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ১ জনকে ২৫,০০০ টাকা এবং সাধারণ বৃত্তিতে ৭ জনকে ১৫,০০০ টাকা করে ক্রসড চেক, সনদপত্র ও ফুলের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, সুনামগঞ্জের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।