
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড প্রস্তুত ও বিপণন কোম্পানির অফিস কক্ষে তালা ভেঙ্গে নগদ প্রায় ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনা মঙ্গলবার গভীর রাতে সংঘটিত হলেও তা সংবাদমাধ্যমে বুধবার সকালে প্রকাশ পায়।
প্রতিদিনের মতো কাজ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে বাড়ি যান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহিনুর ইসলাম। গভীর রাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে স্টিলের তৈরি ছোট আলমিরার ড্রয়ার ভেঙ্গে নগদ অর্থটি চুরি করে। তবে অফিসের অন্য কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয়নি।
ঘটনার পর নৈশপ্রহরী আবুল খায়ের ও আকরাম আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানান, রাত দুইটার পর তারা ঘুমিয়ে পড়েন এবং পরদিন সকালে অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
শাহিনুর ইসলাম বলেন, “রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















