
মোঃ আরাফাত আলী : মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু যে পাপ অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেই পাপ মৃত্যুর পরও থামে না—এই গভীর বার্তা উঠে এসেছে নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের লেখা এক খোলা চিঠিতে।
চিঠিটি তিনি মাদক ব্যবসায়ী, সুবিধাভোগী ও প্রশ্রয়দাতাদের উদ্দেশে লিখেছেন।
মাদক শুধু অপরাধ নয়, এটি পাপাচারের স্থায়ী উৎস’ চিঠিতে ইউএনও লিখেছেন,
মাদক এমন এক ব্যাধি, যা প্রায় সব বড় অপরাধের মূল উৎস। আপনি সরাসরি মাদক বিক্রি না করলেও যদি আড়াল থেকে এ ব্যবসায় সহায়তা করেন, তবে সেই অপরাধের অংশীদার আপনি নিজেও।
তিনি আরও সতর্ক করেন,
হাশরের ময়দানে আপনি খুন না করলেও খুনিদের কাতারে থাকবেন, ধর্ষণ না করলেও ধর্ষকদের পাশে দাঁড়াতে হবে—কারণ আপনি ছিলেন সেই বিষের সরবরাহকারী।
পরিবার ও সমাজের ক্ষয় চিঠিতে তিনি আরও লিখেছেন,আপনি নিজের হাতে নষ্ট করছেন আপনার সন্তানের ভবিষ্যৎ, স্ত্রীর মর্যাদা, বাবা-মায়ের সম্মান। একা আপনি নয়—পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার এই পথভ্রষ্টতায়।
তার ভাষায়,মাদক হলো এমন এক আগুন, যার ধোঁয়া সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে—বাড়ে অপরাধ, ভাঙে পরিবার, হারিয়ে যায় তরুণ প্রজন্মের স্বপ্ন।
মানবিক দৃশ্য ও আত্মজিজ্ঞাসা
সাম্প্রতিক অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে ইউএনও লেখেন,আজকের অভিযানে এক মাদক ব্যবসায়ীর ছোট্ট কন্যা ও অসহায় স্ত্রীর চোখে লজ্জা আর কান্না দেখেছি। কিন্তু যাদের দেখার কথা—তারা দেখছে না, ভাবছে না।
চিঠির এই অংশটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে একজন প্রশাসকের মানবিক আত্মপ্রকাশ হিসেবেও দেখছেন।
তওবার আহ্বান ও সমাজের প্রতিক্রিয়া
চিঠির শেষাংশে ইউএনও লিখেছেন,জীবনের কোনো মুহূর্তে যদি আপনি তওবা করে ফিরে আসেন—সেটিই হবে আপনার প্রকৃত জয়। মাদক নয়, মানবতা বেছে নেওয়াই মানুষের সর্বোচ্চ সাহস।
চিঠিটি প্রকাশের পর পোরশা উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলো ইউএনওর উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেছেন—
আইন প্রয়োগের পাশাপাশি এমন মানবিক আহ্বানই পারে সমাজকে জাগাতে।
শেষে ইউএনওর আবেগঘন বক্তব্য—আমি জানি, এই চিঠি হয়তো সবার কাছে পৌঁছাবে না। তবুও যারা শুনতে চান, তাদের বলছি—মাদক ছেড়ে মানুষ হয়ে ফিরে আসুন। সমাজ আপনাকে ঘৃণা নয়, আলিঙ্গন দেবে।
                            
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















