
নিজস্ব প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সেন্টার কমিটির সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সম্মেলনে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের সদস্য এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, সিলেট-এর উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার। তিনি ইসলাম ও সমাজ সংস্কারে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের মূলনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, পেশাজীবী পরিষদ সিলেট জেলার সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মোঃ সাইদুর রহমান এবং কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ফয়জুর রহমান। বক্তারা সবাই সংগঠনের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা এবং মানুষের হৃদয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। এজন্য প্রতিটি সদস্যকে নিষ্ঠা, আদর্শ ও ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি ছিল পরিপূর্ণ শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে সম্পন্ন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে নতুন উদ্যম, ঐক্য ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একটি শৃঙ্খলাবদ্ধ, সেবামূলক ও নৈতিক সমাজ গঠনের প্রত্যয়ে এই সম্মেলন যেন হয়ে উঠেছে ঐক্যের অনুপ্রেরণা- যেখানে দায়িত্ব ও দেশপ্রেম একসূত্রে গাঁথা।
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















