
নিজস্ব প্রতিনিধি : National Citizens Party-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাশনাত আব্দুল্লাহ লাকসামের একটি জনসভায় দাবি করেছেন, “সচিবালয়ে বসে ডিসি‑এসপি ভাগাভাগি চলছে।” তার এই বক্তব্য নির্বাচনের প্রাক্কালে দায়িত্ব ও নিয়োগ‑বদলকে কেন্দ্র করে রাজনৈতিক তর্ক ও সন্দেহ আরও বাড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এমন অভিযোগ ভোট প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতার ওপর প্রভাব ফেলতে পারে।
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















