হাফিজুর রহমান শিমুলঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নাহিদের শোকাহতের বাড়িতে জামায়াত ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। জানাগেছে, ঢাকা ফরিদপুর মহা- সড়কে যাত্রিবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন ভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জনের বাড়ি সাতক্ষীর জেলার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামে। নিহতের নাম নাহিদ ইসলাম (১৮), সে মনিরুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে নাহিদের শোকাহত বাড়িতে খোঁজ খবর নেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী কালিগঞ্জের কৃতি সন্তান মাওঃ আজিজুর রহমান। এসময়ে নিহতের পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি সকলকে ধৈর্য্যধারণ করতে বলেন, শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা প্রদান করেন এবং নিহতের জন্য দোয়া করেন। সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান, উপজেলা ছাত্রশিবিরের নেতা আজগর আলী, সাবেক উপজেলা সভাপতি ও প্রত্যয়ের এমডি সিরাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারুফ হোসেন, স্থানীয় যুবক আল আমিন ও মোঃ এবাদুল ইসলামসহ অনেকে।
সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় নিহত নাহিদের শোকাহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- ৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ