ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী Logo সৎও মিষ্টভাষী উপসচিব আবুল হাসান Logo বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Logo ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে Logo তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ Logo রাজনীতিবিদ শেখ রিয়াজ উদ্দিন রানার কিছু কথা Logo কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা Logo সাবেক সচিব ইসমাইল হোসেনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ Logo বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Logo ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে নতুন ভাবনায় একসাথে কাজ করতে হবে- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

ঢাকা, ৬ নভেম্বর ২০২৪ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিগত এক যুগ ধরে বিভিন্ন সমস্যার সমাধানে গবেষণার মধ্যে দিয়ে যে সমস্যাগুলো উপস্থাপন করছি তাকি সম্পন্ন করতে পারছি। তিনি বলেন, আমরা যে সংগ্রাম করেছি, ৫৩ বছর পর আমরা যে জায়গায় এসেছি এখন নতুন করে ভাবনার সময় এসেছে। তিনি  দারিদ্র্য বিমোচনে এবং জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীগোষ্ঠীর লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি আপনারা আমাদের সাথে এক হয়ে নতুন ভাবনা ভেবে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আজ ডেইলি স্টার সেন্টারে দা ডেইলি স্টার কর্তৃক আয়োজিত’ “Fastering Gender Sensitive Climate Solution for Marginalized Commitments’  সংক্রান্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায়  একথা বলেন।

গোলটেবিল বৈঠকে মর্ডানেটর তানজিম ফেরদৌস সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন। বৈঠকে অন্যন্যের মধ্যে বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, আয়শা তাসিন খান, রাবেয়া বেগম, সঞ্জিব কুমার সাহা, দিলরুবা হায়দার, শাহরিয়ার সাদাত, অমিত রঞ্জন দে, কানিজ ফাতিমা, একরামুল হক, পাভেল পার্থ এবং শামীম আরা বেগম জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় দারিদ্রপীড়িত অঞ্চলে লিঙ্গ বৈষম্য এবং সামাজিক অসাম্য বিষয়ে সুপারিশসমূহ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন,  জলবায়ুর প্রভাবে সৃষ্ট অভিগাত ও বিপদাপন্নতা নিয়ে যে পরিবারগুলো বেঁচে আছে, তাদের জীবনমান উন্নয়ন করতে পারেনি, তাদের জীবনমান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে সচেতন গবেষণামূলক গোষ্ঠী তৈরি করতে হবে। আমাদের কর্ম পদ্ধতি, কাজের ধারাগুলোর মধ্যে মৌলিক পরিবর্তন করা দরকার। তিনি আরো বলেন দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক পর্যায়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যা, ভাঙন, খরা এবং শৈত্যপ্রবাহসহ জলবায়ুসংঘঠিত দুর্যোগসমূহ গবেষণা অঞ্চলে পুনরাবৃত্তিমূলক চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে ভাবতে হবে। দরিদ্র অবস্থায় বসবাসকারী নারীরা ধারাবাহিকভাবে বিপদাপন্ন গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে এবং জীবন-জীবিকার প্রধান উৎসগুলো ক্ষুদ্র-কৃষি, দিনমজুরি, গৃহস্থলির বাগানকৃষি, গবাদি পশু, মৎস্য, আবাসন, খাদ্য নিরাপত্তা, পানীয়জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিপদাপন্নতার মুখে পড়ছে। গবেষণায় উঠে এসেছে যে, মানুষের বিপদাপন্নতা জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার মধ্যে আন্তঃক্রিয়ার ফলাফলের সঙ্গে লিঙ্গীয় ও সুশাসনের সমস্যা থেকে উদ্ভূত। অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহায়তা ও দুর্বল শাসন ব্যবস্থার মতো পদ্ধতিগত সমস্যাগুলো থেকে এই বৈষম্য, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) এবং জনগণের প্রতি দায়িত্বশীল ব্যক্তিবর্গের থেকে সময়মতো ও যথাযথভাবে সাড়াদানে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী

জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে নতুন ভাবনায় একসাথে কাজ করতে হবে- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ১১:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ঢাকা, ৬ নভেম্বর ২০২৪ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিগত এক যুগ ধরে বিভিন্ন সমস্যার সমাধানে গবেষণার মধ্যে দিয়ে যে সমস্যাগুলো উপস্থাপন করছি তাকি সম্পন্ন করতে পারছি। তিনি বলেন, আমরা যে সংগ্রাম করেছি, ৫৩ বছর পর আমরা যে জায়গায় এসেছি এখন নতুন করে ভাবনার সময় এসেছে। তিনি  দারিদ্র্য বিমোচনে এবং জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীগোষ্ঠীর লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি আপনারা আমাদের সাথে এক হয়ে নতুন ভাবনা ভেবে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আজ ডেইলি স্টার সেন্টারে দা ডেইলি স্টার কর্তৃক আয়োজিত’ “Fastering Gender Sensitive Climate Solution for Marginalized Commitments’  সংক্রান্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায়  একথা বলেন।

গোলটেবিল বৈঠকে মর্ডানেটর তানজিম ফেরদৌস সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন। বৈঠকে অন্যন্যের মধ্যে বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, আয়শা তাসিন খান, রাবেয়া বেগম, সঞ্জিব কুমার সাহা, দিলরুবা হায়দার, শাহরিয়ার সাদাত, অমিত রঞ্জন দে, কানিজ ফাতিমা, একরামুল হক, পাভেল পার্থ এবং শামীম আরা বেগম জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় দারিদ্রপীড়িত অঞ্চলে লিঙ্গ বৈষম্য এবং সামাজিক অসাম্য বিষয়ে সুপারিশসমূহ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন,  জলবায়ুর প্রভাবে সৃষ্ট অভিগাত ও বিপদাপন্নতা নিয়ে যে পরিবারগুলো বেঁচে আছে, তাদের জীবনমান উন্নয়ন করতে পারেনি, তাদের জীবনমান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে সচেতন গবেষণামূলক গোষ্ঠী তৈরি করতে হবে। আমাদের কর্ম পদ্ধতি, কাজের ধারাগুলোর মধ্যে মৌলিক পরিবর্তন করা দরকার। তিনি আরো বলেন দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক পর্যায়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যা, ভাঙন, খরা এবং শৈত্যপ্রবাহসহ জলবায়ুসংঘঠিত দুর্যোগসমূহ গবেষণা অঞ্চলে পুনরাবৃত্তিমূলক চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে ভাবতে হবে। দরিদ্র অবস্থায় বসবাসকারী নারীরা ধারাবাহিকভাবে বিপদাপন্ন গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে এবং জীবন-জীবিকার প্রধান উৎসগুলো ক্ষুদ্র-কৃষি, দিনমজুরি, গৃহস্থলির বাগানকৃষি, গবাদি পশু, মৎস্য, আবাসন, খাদ্য নিরাপত্তা, পানীয়জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিপদাপন্নতার মুখে পড়ছে। গবেষণায় উঠে এসেছে যে, মানুষের বিপদাপন্নতা জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার মধ্যে আন্তঃক্রিয়ার ফলাফলের সঙ্গে লিঙ্গীয় ও সুশাসনের সমস্যা থেকে উদ্ভূত। অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহায়তা ও দুর্বল শাসন ব্যবস্থার মতো পদ্ধতিগত সমস্যাগুলো থেকে এই বৈষম্য, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) এবং জনগণের প্রতি দায়িত্বশীল ব্যক্তিবর্গের থেকে সময়মতো ও যথাযথভাবে সাড়াদানে এগিয়ে আসতে হবে।