রাজনৈতিক দলের পেছনে না লেগে, সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। জাতির ঐক্য না ভাঙার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের ভেতর ঘাপটি মেরে আছে আওয়ামী দোসরা, তারা কলকাঠি নাড়ছে জাতীয় ঐক্যে ফাটল ধরানোর। বিএনপিকে ভুল বোঝার সুযোগ নেই এমন কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে নির্বাচনের কথা বলে। এদিন, জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগকে অবৈধ সরকার বানানোর কারিগর বিএনপি। আগামীতে লুটপাটকারীদের সংসদে স্থান না দেয়ার আহ্বানও তার।
সংবাদ শিরোনাম ::
জাতির ঐক্য না ভাঙার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান ডা. জাহিদের
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ