
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি : মহান বিজয় উপলক্ষে বাউফলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাউফল প্রেসক্লাব। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯ টায় ৬৮ নং নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। বাউফল তরুণ যুব সমাজের আয়োজনে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন বাঊফল প্রেসক্লাব ও সুলবানাবাদ শহর উদ্দীন মৃধা বাড়ী যুব সমাজ। ৪ ম্যাচ খেলার মধ্যে ৩ ম্যাচ খেলায় বিজয় অর্জন করে বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হন। নাজিরপুর ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো: নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাসিস্টান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার বাউফল প্রতিনিধি মো: জলিলুর রহমান, বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মাদ আতিকুর রহমান নজরুল। খেলা শেষে বিজয়ীদের হাতে ৪০ হাজার টাকার প্রাইজবন্ডের পুরষ্কার তুলে দেন ওই খেলার প্রধান অতিথি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ। শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে পুরষ্কৃত হন সিফাতুল্লাহ গালিব।