ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুর্নীতির অভিযোগে পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডির এক কর্মচারীকে গ্রেফতার Logo পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার  Logo মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়, এ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় Logo জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে- প্রধান উপদেষ্টা Logo ইবিতে ৩রা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন  Logo দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রাজশাহীতে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার – ১ Logo পিরোজপুরে কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মাঝি গ্রেফতার Logo বাংলাদেশের পররাষ্ট্র সচিব সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন Logo তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে
ঢাকা ২৬ জানুয়ারী ২০২৫ (রবিবার): আজ ২৬ জানুয়ারী ২০২৫, বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮ টা ৪৫ মিনিটে সিএমএইচ ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ০২ জানুয়ারী ২০২৫ তারিখ হতে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ সেপ্টেম্বর ১৯৩৪ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ১৯৫৫ সালে ১২তম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অধীনস্ত ‘এস ফোর্স’ মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর তিনটি নিয়মিত ব্রিগেডের একটি ব্রিগেড হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে। তন্মধ্যে, বিলোনিয়ার ১ম যুদ্ধ ও ২য় বা চূড়ান্ত যুদ্ধ, আখাউড়ার যুদ্ধ, কিশোরগঞ্জ সদর আক্রমণ, নরসিংদী দখলের যুদ্ধ এবং ভৈরব-আশুগঞ্জের যুদ্ধ উল্লেখযোগ্য। তিনি ৭ এপ্রিল ১৯৭২ হতে ২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম মেজর জেনারেল কে এম সফিউল্লাহ এর নামাজে জানাযা আজ বিকেল ৪ টায় ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় মাননীয় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ), মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারুক-ই-আজম, বীর প্রতীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডির এক কর্মচারীকে গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি এর মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

আপডেট সময় ০৫:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
ঢাকা ২৬ জানুয়ারী ২০২৫ (রবিবার): আজ ২৬ জানুয়ারী ২০২৫, বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮ টা ৪৫ মিনিটে সিএমএইচ ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ০২ জানুয়ারী ২০২৫ তারিখ হতে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ সেপ্টেম্বর ১৯৩৪ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ১৯৫৫ সালে ১২তম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অধীনস্ত ‘এস ফোর্স’ মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর তিনটি নিয়মিত ব্রিগেডের একটি ব্রিগেড হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে। তন্মধ্যে, বিলোনিয়ার ১ম যুদ্ধ ও ২য় বা চূড়ান্ত যুদ্ধ, আখাউড়ার যুদ্ধ, কিশোরগঞ্জ সদর আক্রমণ, নরসিংদী দখলের যুদ্ধ এবং ভৈরব-আশুগঞ্জের যুদ্ধ উল্লেখযোগ্য। তিনি ৭ এপ্রিল ১৯৭২ হতে ২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম মেজর জেনারেল কে এম সফিউল্লাহ এর নামাজে জানাযা আজ বিকেল ৪ টায় ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় মাননীয় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ), মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারুক-ই-আজম, বীর প্রতীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।