
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী। সোমবার রাতভর অভিযান চালিয়ে বাউফলের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দাশপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী মো. আবু তাহের (২৭), সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন খান (৩৫) ও দশমিনার বেতাগী সানকিপুর গ্রামের আবু জাফর তালুকদার (২৯)। এদের মধ্যে আবু তাহের মাদকসহ একাধিক মামলার আসামী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালের ২৫ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচিতে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।