
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
মায়ের ভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে ১৯৫২ সালের এই দিনে রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই বেদনাকে ধারণ করে আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুর জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন,জেলা বিশেষ শাখা (ডিআইও-০১), অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা( ডিবি),অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।