
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: অদ্য ০১ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ পিরোজপুর কর্তৃক আয়োজিত পুলিশ লাইনস্ বনাম থানা দলের তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল ম্যাচ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়
এসময় পুলিশ সুপার মহোদয় , ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অংশগ্রহনকারী ক্রীড়া প্রতিযোগীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সরকারি ডিউটি পালনের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। ক্রীয়া প্রতিযোগীতা শেষে বিজয়ী দল ও রানার-আপ দলের খোলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরন করা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুরের সকল থানার অফিসার ইনর্চাজসহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার সদস্যগন।