ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপত্বিত করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা আরও বেশি সুষ্ঠু ও সুন্দর এবং নিরাপদ করতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করতে হবে। যাহাতে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হয় সে লক্ষে ট্রাফিক পুলিশকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),, ট্রাফিক পুলিশ পরিদর্শক সহ টিআই, সার্জেন, এটিএসআইগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 





















